বিয়ানীবাজারে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দোকানের টাকা চুরি করে পালানোর সময় ধাওয়া করে চোরচক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগবাজারে মঙ্গলবার সকাল ১০টায় হাসান ভেরাইটিজ ষ্টোরে এ চুরির ঘটনা ঘটে।
পান দোকানের পরিচালক তরুন আব্দুল কুদ্দুস জানান, সকালে দোকান খুলতেই চারজন ব্যাক্তি দোকানে পান খেতে এসে বিভিন্ন জিনিসে মূল্য জানতে চেয়ে দোকানে ক্যাশব্যাগ চুরি করে পালিয়ে যায়, পরে স্থানীয়দের সহযোগীতায় জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করি।
দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, স্থানীয় জনতা চার চোরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে আমি তাদেরকে থানায় হস্তান্তর করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, আটকৃতরা পেশাদার চোর, তাদেরকে আটক করে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।