বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনার সর্বশেষ খবর

নিজস্ব প্রতিবেদক::চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন রীতিমত তান্ডব চালাচ্ছে।প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যৃর নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে।প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সবকটি জেলা উপজেলায়।বাদ যায়নি সিলেট জেলার প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলাও।

প্রায় প্রতিদিনই এই উপজেলায় নভেল করোরা ভাইরাস বা কোভিড নাইন্টিনে আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী উপজেলায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৪৬ টি।তার মধ্যে ১১৪০ টি নমুনার ফলাফল এসেছে এবং ৬ টি নমুনার ফল অপেক্ষমাণ।এখন পর্যন্ত উপজেলায় ২৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩ জন এবং করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৭৫ জন।চিকিৎসাধীন আছেন ৬১ জন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আবু ইসহাক আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন,আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোথাও বের হলে অবস্যই মাস্ক পরে বের হতে হবে।

Back to top button