বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌরশহরে সড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:: বিয়ানীবাজার পৌর শহরে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।রবিবার (৯জুলাই) দুপুরে পৌর মেয়রের নির্দেশে সড়কের পাশের সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পৌর কর্তপক্ষ।
এর আগে পৌর শহরে রাস্তার পাশের সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় বেধে দিয়ে মাইকিং করা হয়।নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার পাশ খালি করায় পৌর সভার পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে পৌর কর্তৃপক্ষকে সহায়তা করে থানার একদল পুলিশ।