বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ১৪ জনের করোনা জয়

নিজস্ব প্রতিবেদকঃবিয়ানীবাজারে নতুন করে আরও ১৪ জন করোনা জয় করেছেন। এ পর্যন্ত উপজেলায় মোট ১৭৫জন করোনা জয় করেছেন।যা মোট আক্রান্তের প্রায় ৭০ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন,করোনায় আক্রান্ত অধিকাংশ রোগীর মধ্যে করোনার লক্ষণগুলো মৃদু থাকার ফলে তাঁরা দ্রুত সেরে উঠছেন।
তিনি আরও বলেন,করো’নার সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাহিরে বের হলে বাধ্যতামূলক মাস্ক পরা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।