বিয়ানীবাজার সংবাদ

ব্রাজিলে করোনায় সিলেটী তরুনের মৃত্যু

প্রবাসঃ করোনা আক্রান্ত হয়ে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেলেন সিলেট গোলাপগঞ্জের শাফি আহমদ খান(৩৫) নামের এক যুবক। তিনি দীর্ঘদিন ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বাংলাদেশ সময় ৪টায় মৃত্যুুর বিষয়টি পরিবারকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাফি আহমদ খানের মামা শাকির খান।

শাফি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের খান টিলার মৃত ইসরাইল খানের পুত্র।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত শাফি আহমদ খান ছয় বছর আগে জীবিকার তাগিদে ব্রাজিল পাড়ি জমান।

Back to top button