বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনায় মৃত্যুর মিছিলে আরও এক জন

নিউজ ডেস্ক- বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

মৃত বজলুল হক (৬৫) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

এ নিয়ে উপজেলায় ১২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানী ঢাকা এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বসবাসরত বিয়ানীবাজারের আরও দুজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পহেলা আগস্ট পর্যন্ত উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২৩০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৬জন।

Back to top button