বিয়ানীবাজারে বৈদ্যুতিক তার ছিড়ে সিএনজি অটোরিক্সায় আগুন

বিয়ানীবাজার টাইমস ডেস্ক- বিয়ানীবাজারে বৈদ্যুতিক তার ছিড়ে সিএনজি অটোরিক্সায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ রোডে এই দুর্ঘটনা ঘটে।
এসময় গাড়িতে থাকা জুবের আহমদ (৩২) নামের এক সিএনজি চালক গুরুতর আহত হন। তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার কলেজের সামনের সড়কের বৈদ্যুতিক তারে আগুন লেগে ছিড়ে যায়। ছেড়া তার নিচে পড়ে সড়কে পার্কিং করে রাখা ৩টি সিএনজি অটোরিক্সায় আগুন লেগে যায়।
খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে এসে জনগণের সহাযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।
এসময় সিএনজির ভিতরে থাকা একজন চালক আহত হন। তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা আহত অটোরিকশা চালক জুবের আহমদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে।