বিয়ানীবাজারের হাসানের গোলে বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৪ এর ফাইনালে সিলেট গ্যালাকটিকো

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ নতুন প্রতিভার অন্বেষণে স্লোগান নিয়ে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ব্যবস্থাপনায় ও বসুন্ধরা কিংসের পৃষ্টপোষকতায় আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল’ এর ফাইনালে উঠেছে সিলেটের এমকে গ্যালাকটিকো ও যশোরের শামস-উল-হুদা এফএ । শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
বুধবার পল্টন ময়দানে (আউটার স্টেডিয়াম) প্রথম মেমিফাইনালে ৩-০ গোলে এফসি খুলনাকে হারিয়ে বড় জয় পেয়েছে সিলেটের এমকে গ্যালাকটিকো। প্রথামার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের বিয়ানীবাজারে সন্তান হাসান, কাজল ও মুন্না একটি করে গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন সিলেটের হাসান । খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন যুবায়ের।
যশোরের শামস-উল-হুদা এবং ঢাকার গেন্ডারিয়া এফএর মধ্যেকার উত্তেজনাপূর্ন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াদের দেয়া একামাত্র গোলে জয়ী হয় যশোরের দলটি। ম্যাচসেরা হয়েছেন যশোরের অধিনায়ক মেহেদী হাসান মিলন। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ গোলাম আকবর।
১২টি একাডেমি দল নিয়ে দেশে এ ধরনের টুর্নামেন্ট প্রথমবারের মত মাঠে গড়িয়েছে।