বড়লেখায় মাস্ক পরতে পথচারীদের শপথ করালেন ওসি

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা::মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস প্রার্দুভাবের মধ্যে মাস্ক না পরে বাড়ির বাইরে আসা লোকজনদের সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহ দিতে শপথবাক্য পাঠ করিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইয়াছিনুল হক।
মঙ্গলবার উপজেলার পৌর শহরে থানা প্রাঙ্গনে মাস্ক না পরে আসা লোকজনদের ওসি মো.ইয়াছিনুল হক এ শপথবাক্য পাঠ করান।
জানা যায়, বড়লেখা পৌরশহরে জনগনকে মাস্ক পরাতে বাধ্য করতে অভিযানে নামে বড়লেখা থানা পুলিশ। বড়লেখা থানার অফিসার ইন-চার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে উক্ত অভিযানে প্রায় ১৫০ জন ব্যাক্তিকে মাস্ক না পরার কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধ করে দাড় করিয়ে মাস্ক পরার গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং মাস্ক পরানোর ব্যাবস্থা করে হাত তুলে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াদা করানো হয়। এসময় সবাইকে মাস্ক বিতরণ করা হয়।
এ উদ্যোগের কারণ সম্পর্কে জানতে চাইলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইয়াছিনুল হক বলেন, মাস্ক ছাড়া পৌর শহরে চলাচলকারী ১৫০ জনকে আটক করে স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিয়েছি এবং মাস্ক পড়ার জন্য শপথবাক্য পাঠ করিয়েছি। এ সময় তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে বাইরে বের হলে মাস্ক পড়েই বের হবেন এবং অপরকেও মাস্ক পড়তে উৎসাহিত করবেন।পরে তাদের প্রত্যেককে মাস্ক বিতরণ করা হয় এবং ছেড়ে দেওয়া হয়।