বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দাসউরায় রাস্তা উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান জামাল

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা বাজার থেকে ইউনিয়ন অফিস পর্যন্ত ৩৫০ ফুট ইট সলিংয়ের রাস্তার উদ্বোধন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন। দীর্ঘ দিন থেকে এই রাস্তায় ভোগান্তিতে ছিল গ্রামের মানুষ, স্কুল মাদ্রাসা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের এই যাতায়াতের এই রাস্তাটি সংস্কার হওয়ায় আনন্দিত এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসারের সভাপতিত্বে ও আব্দুল আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন। মুহিব উদ্দিন, নাজিম উদ্দিন,মেহবুব হোসেন, জুনেদ আহমেদ, সাহাব উদ্দিন,তৌফিক রাব্বী,আব্দুল্লা আল নোমান, নাইম আহমেদ, শিমুল আহমেদ, সাইফুর রহমান রনি প্রমুখ

Back to top button