বড়লেখা

বড়লেখায় লক খুলতে না পারায় একমাস পর স্মার্ট ফোন ফিরিয়ে দিলো চোর

আশফাক জুনেদ,বড়লেখা:: বিচিত্র এই পৃথিবীতে প্রতিনিয়তই ঘটছে নানা রকম ঘটনা। আমরা নিজেরাও প্রতিদিনই কত শত বিচিত্র ঘটনার সাক্ষী হই তার ইয়ত্তা নেই। কোনো রকম যোগসূত্র ছাড়াই অনেক সময় এমন ঘটনা ঘটে যার মধ্যে বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নে।

এক মাস আগে দাসের বাজার ইউনিয়নের চুলুপাড়া গ্রামের খায়রুল ইসলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।সাথে তাঁর নিত্যসঙ্গী স্মার্ট ফোন।বন্ধু হাফিজের মোটরসাইকেলে করে বাজারে যান খায়রুল ইসলাম।রাস্তায় কয়েকবার ফোন বের করে গুতাগুতিও করেন।বাজারে যাওয়ার পর খরচ করতে সবজি বাজারে ঢুকেন।প্রয়োজনীয় বাজার সদাই কেনার পর পকেটে হাত দিয়ে দেখেন তার শখের স্মার্ট ফোনটি পকেটে নেই।
এরপর হন্য হয়ে খুঁজতে থাকেন ফোনটি।প্রায় ঘন্টা দুয়েক সারা বাজার তন্নতন্ন করে খোঁজার পর স্মার্ট ফোনটি আর পাওয়া যায়নি।শখের ফোনটি চুরি হওয়ায় প্রচন্ড মন খারাপ হয় খায়রুল ইসলামের।বিষন্ন মনে বাড়ি ফিরেন তিনি।এরপর কেটে যায় এক মাস।

ইতিমধ্যে ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়েদিয়েছিলেন খায়রুল ইসলাম।কিন্তু তাকে চমকিয়ে দিয়ে চোর ফোনটি এক মাস পর ফিরিয়ে দিয়েছে।বলতেই হবে যে চুরি করেছে সে নি:সন্দেহে ভদ্র চোর।ভদ্র না হলে কেউ কি চুরির মাল ফেরত দেয়।তবে সেই চোর তার পরিচয় গোপন রেখেই ফোনটি ফেরত দিয়েছে।রবিবার রাতে খায়রুল ইসলাম তার রুমে ঘুমাতে গেলে বিছানার উপর তার শখের স্মার্ট ফোনটি দেখতে পান।এক মাস আগে চুরি হওয়া ফোনটি পেয়ে আশ্চর্য হন তিনি।হারানো ধন খুঁজে পাওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে যান খায়রুল ইসলাম।তবে চোর ফোনটি ফেরত দিলেও ফোনের সিম ও মেমোরি কার্ড রেখে দিয়েছে।

এ বিষয়ে খায়রুল ইসলাম বলেন,একমাস আগে আমার শখের ফোনটি চুরি হয়ে যায়।ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়েদিয়েছিলাম।কিন্তু রবিবার রাতে বিছানায় ফোনটি দেখে আমি অবাক হয়ে যাই।আমার ধারণা যেই মোবাইলটি নিয়েছিলো সে আমাকে চিনতো এবং ফোনের লক খুলতে না পারায় ফোনটি ফিরিয়ে দিয়েছে।তবে ফোনের মেমোরি আর সিম কার্ড রেখে দিয়েছে।

Back to top button