বড়লেখা
বড়লেখায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: ৬০ পিস ইয়াবাসহ বাবলু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানার পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের সাতকরাকান্দি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের আব্দুল হাসিমের ছেলে। রোববার দুপুরে মাদকদ্রব্য পাচার ও নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য পাচার ও নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আজ রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।