বড়লেখা

বড়লেখায় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৪জুলাই) দুপুরে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হল।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১২ জুলাই তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। স্বজনরা তাঁকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিন শুক্রবার রাতেই তাঁর লাশ বড়লেখার তালিমপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৯টার দিকে স্বজনদের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সেচ্ছাসেবী সংগঠন “টিম ফর কোভিড ডেথ” লাশ দাফন সম্পন্ন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে  বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। এতে স্বজনরা তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । রাতেই স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

Back to top button