বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে পুরোনো ২জন সহ নতুন করে করোনা আক্রান্ত ৭জন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পুরোনো ২ জন রোগীসহ আজ ৭জনের করোনা পজিটিভের খবর দিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আজ রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
এনিয়ে বিয়ানীবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৬জনে।
নতুন করে আক্রান্তদের বাড়ি বিয়ানীবাজার পৌরসভা এলাকার (ফতেহপুর ১,সুপাতলা ১,কসবা ১,নয়াগ্রাম ২) ৫জন, এবং উপজেলার মুড়িয়া ইউপির মালিগ্রামের ১জন এবং একজন বিজিবি সদস্য।