বিয়ানীবাজার সংবাদ

স্বাভাবিক রূপে ফিরেছে বিয়ানীবাজার,করোনায় কেমন হবে কোরবানির ঈদ !

মহসিন রনি- বাংলাদেশে প্রথম যখন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছিল আতংক বিরাজ করেছিল পুরো দেশ সহ প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায়। তবে যত রোগীর সংখ্যা বেড়েছে সেই সাথে বেড়েছে সাহস চোখের সম্মুখে অর্ধশতাধিকের বেশি করোনা রোগীর সুস্থতা ক্ষানিকটা স্বস্তি দিয়েছে এই অঞ্চলের মানুষের মধ্যে।

প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়াতে ভয়ে ছিল এই অঞ্চলের মানুষ তবে মাসখানেক লকডাউন শেষে আবার আগের মত সব কিছু চলাচল শুরু হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বাদ দিয়ে এই অঞ্চলের সব কিছুই এখন আগের মত স্বাভাবিক ভাবে চলছে।

তবে সব কিছু স্বাভাবিক ভাবে চললেও সামাজিক দুরত্ব কিংবা মাস্ক ব্যাবহারে উদাসীন এই অঞ্চলের সিংহভাগ মানুষ। সেই সাথে আসছে কুরবানির ঈদ নতুন করে ভাবাচ্ছে সচেতন নাগরিকদের। পশুর হাট সহ বাজারে নানা মানুষের ভীড়ে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন আরো ভয়াবহ রূপ নিতে পারে। ইতিমধ্যে উপজেলায় দুশো অতিক্রম করেছে করোনা রোগীর সংখ্যা।

দিন দিন করোনা সংখ্যা বেড়েই চলছে সেই সাথে নতুন করে যুক্ত হচ্ছে ঈদুল আজহার আমেজ সহ কোরবানির পশুর হাট সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যাবহার কি মুক্তি মিলবে করোনার কমিউনিটি ট্রান্সমিশন থেকে প্রশ্নটা থেকে যায়।

Back to top button