বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জাল টাকা নিয়ে প্রতারণা, জনতার হাতে প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার বাড়িগ্রাম বাজারে ভিক্ষুকের সাথে জাল টাকা দিয়ে প্রতারণার সময় এক যুবকে আটক করেছে উৎসুক জনতা।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর বাড়িগ্রাম বাজারে ভিক্ষুকের কাছ থেকে হাজার টাকার নোট ভাংতি চেয়ে জাল টাকা দিয়ে প্রতারণা করে এক জৈনক প্রতারক পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে দাওয়া করে বড়লেখা উপজেলার চন্দন গ্রামে তাকে আটক করে।

উৎসুক জনতারা জানায়, ভিক্ষুকের আর্তনাদ শুনে দাওয়া করে প্রতারককে টাকা সহ বড়লেখার চন্দন গ্রামে আটক করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রতারককে থানায় দেওয়ার প্রস্তুতি চলছে।

Back to top button