গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ সংবাদদাতা- গোলাপগঞ্জে আইনুদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রাম এলাকার মৃত হারিছ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর জামে মসজিদের পাশ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (মামলা নং- ২৯, তারিখ-২ ৩/০৭/২০২০ খ্রিঃ) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।