বিয়ানীবাজারে কর্মহীন একশো পরিবারের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক-করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিয়ানীবাজার উপজেলা কুড়ারবাজার ইউনিয়নের আরিজখা টিলা গ্রামের নিন্মবিত্ত ও কর্মহীন ১০০ পরিবারের মধ্যে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।বিয়ানীবাজার পৌর এলাকার উত্তর শ্রীধরা জামে মসজিদ মহল্লার যুক্তরাষ্ট্রে বসবাসরত ময়নুল হক, ফখর উদ্দিন, আহমদ মস্তুফা বাবুল, তেরা মিয়া, আব্দুল জব্বার, নজরুল হক, ডাঃ মাহফুজর রহমান খালেদ, আব্দুল হান্নান কটন, আলী হাসান, বজলুল হক, হোসেন আহমদ, হামিদ বাবুল ও আলেয়া বেগম এ আর্থিক সহায়তা প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারের কর্তা ব্যক্তির হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীধরা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী খছরুজ্জামান খসরু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আহমদ মহসিন বাবার, বিশিষ্ট মুরব্বি সুরমান আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী নোমান আহমদ, সমাজসেবী আবু বকর, সমাজসেবী হাজী খালেদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবু নাসের পিন্টু, পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিল এমাদ আহমদ, সমাজসেবী আলতাফ হোসেন ময়না, প্রভাতী যুব সংঘের সভাপতি মিছবা উদ্দিন মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমদ, ডিএসপি ক্লাবের উপদেষ্টা নাজমুল হোসেন, প্রভাতী যুব সংঘের উপদেষ্টা আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা ও প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক কে এইচ সুমন, প্রভাতী যুব সংঘের সহ-সভাপতি মারুফ আহমদ, হোসেন আহমদ, ডিএসপি ক্লাবের উপদেষ্টা মাহবুব হোসেন, প্রভাতী যুব সংঘের সহ সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা আনোয়ার হোসেন মুন্না ও ডিএসপি ক্লাবের সাবেক সহ-সভাপতি আফজল হোসেন।