বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন না ফেরার দেশে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা যুবদল সভাপতি হাজী জসিম উদ্দীন (৫৫) মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি … …… রাজিউন)।
আজ সোমবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি নেতা ছরওয়ার হোসেন।
তিনি জানান, মরহুমের জানাজার নামাজ আজ বিকাল সাড়ে ৫ টায় মাথিউরা শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্হিতি ও দোয়া কামনা করেছেন তিনি।
দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার উপজেলা যুবদল সভাপতি পদে থাকা জসিম উদ্দীন বিগত কয়েক বছর থেকে কিডনীর সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, ভাই-বোন অসংখ্য স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তাঁর বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নে।