বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনা থেকে সুস্থ হলেন আরো ১১জন
বিয়ানীবাজার টাইমসঃ দিনদিন বিয়ানীবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তবে তাঁর সাথে পাল্লা দিয়ে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে সুস্থ হলেন ১১জন করোনা আক্রান্ত রোগী। আজ শনিবার দুপুরে এখবরটি দিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে বিয়ানীবাজার পৌর এলাকার কলেজ রোডের ফরহাদ আলী, যাদব কর্মকার, কসবা গ্রামের নুর উদ্দিন, উপজেলার কুড়ারবাজার ইউপির মোকামবাড়ির শারমিন বেগম, মোল্লাপুর এলাকার সালমা আক্তার মুন্নি, শাহেনা বেগম, তাসলিমা, তাসমিন আক্তার, রাইয়ান, রোহান, শেওলা এলাকার লুতফুর রহমান।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮১জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৪জন, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন।