বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ডাবল সেঞ্চুরির পথে করোনার রোগী সংখ্যা!

নিজস্ব প্রতিবেদক- প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে করোনা আক্রান্তদের সংখ্যা। রাত ১১ টা এ যেন উপজেলার মানুষের জন্য আতংকিত একটি মুহূর্ত একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছে সেই তালিকায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউ বাদ যাননি। সময়ের সাথে আকবর হোসেন থেকে বিস্তার লাভ করা করোনা ভাইরাস বিগত ৩ মাসে ১৮০ জনে দাড়িয়েছে।

তবে ১৮০ জন আক্রান্তের মধ্যে ৮৬ জনই সুস্থ হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ আগের মত কাজে ফিরেছেন। দিন দিন ব্যাঙের ছাতার মত ছড়াতে থাকা করোনা ভাইরাসকে কিছুতেই প্রতিরোধ করতে পারছে না এই অঞ্চলের মানুষ। ইতিমধ্যে মরনব্যাধি এই ভাইরাসটিতে উপজেলায় প্রান হারিয়েছেন ৬ জন।

তবে নেগেটিভ এবং পজেটিভের সাপ লুডু খেলায় ১০৫ বছর বয়সী এক বৃদ্ধা করোনা থেকে সুস্থ হয়ে উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

করোনা থেকে সুস্থ হওয়া মাহমুদুর রহমান জানান, করোনা হলে আতংকের কিছু নেই মনে সাহস নিয়ে ডাক্তারের পরামর্শ মেনে চললে একমাত্র মুক্তি মিলবে এই ভাইরাস থেকে। তিনি বলেন প্রতিদিন গরম পানি পান করা সহ আত্নীয়স্বজনের দেওয়া সাহসেই তিনি করোনার সাথে যুদ্ধ করে আবারো সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। এদিকে প্রতিদিনই নতুন করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন নিশ্চিত করতে বিয়ানীবাজার পৌরসভাকে নিয়ে কাজ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Back to top button