বিয়ানীবাজারে পশুর হাটের পাশাপাশি অনলাইন হবে গরু কেনার অন্যতম মাধ্যম!

মহসিন রনি- করোনাকালে সীমিত পরিসরে কোরবানির পশুর হাট হলেও আধুনিক যুগে অনলাইনে দেখেশুনে পশুক্রয় করা শুরু করে দিয়েছেন প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের অনেকেই। সামাজিক দুরত্ব কিংবা নিজের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই মোবাইলে নিউজে কিংবা ডেইরি ফার্মের মালিকদের দেওয়া বিজ্ঞাপন দেখে ক্রয় করছেন নিজের পছন্দের গরু।
বেশ কয়েকবছর থেকে অনলাইনে পশু ক্রয় করার বিষয়টি চলমান থাকলেও করোনাকালে তা জনসাধারণের কাছে গ্রহনযোগ্য লাভ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ঈদের আগেই বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের পাশে অস্থায়ী ভাবে পশু নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। তবে করোনাকালে ঈদের আমেজ অনেকটাই মাঠি হয়ে আছে ফলে কোরবানির ঈদে গেল বারের তুলনায় এবার অনেকটাই বেগ পেতে হবে খামার মালিকদের।
খামার মালিকদের সাথে আলাপ কালে তারা জানান, করোনা পরিস্থিতিতে তারা চিন্তায় আছেন তবে অনলাইনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজের খামারে লালন পালন করা গরু বিক্রি করতে। করোনা পরিস্থিতিতে শেষ ভরসা হতে পারে অনলাইনে গরু ক্রয়। তাই তো বুক ভরা আশা নিয়ে অনলাইনেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন খামারের মালিকরা।