বিয়ানীবাজার সংবাদ

আজ শুক্রবার বিয়ানীবাজারে সকাল-সন্ধ্যা বিদ্যুত থাকবে না

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে আজ শুক্রবার সকাল-সন্ধ্যা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। পৌরসভায় অবস্থিত সুপাতলা সাবস্টেশনের সম্প্রসারন ও জরুরী মেরামত কাজের জন্য এই সাবস্টেশনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, সুপাতলা সাবস্টেশনে সম্প্রসারন ও জরুরী মেরামত কাজের জন্য শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হয়ে গেলেই সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

পল্লীবিদ্যুৎ সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় গ্রাহকের অসুবিধা হবে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

Back to top button