বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে আরো ৪৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহে আরো ৪৭ নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরন করেছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স। এনিয়ে বিয়ানীবাজার উপজেলা থেকে করোনা সন্দেহে ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

নতুন সংগ্রহ করা নমুনার মধ্যে আলফা ক্লিনিকের করোনা আক্রান্ত চিকিৎসক ডাঃ সাদিকের সংস্পর্শে আসা ২৪ জন, মোল্লাপুরের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ রফিক উদ্দিনের সংস্পর্শে আসা ১০জন, প্রাইম ব্যাংকের করোনা আক্রান্ত গার্ডের সংস্পর্শে আসা ৩জন এবং মৃদু উপসর্গযুক্ত ১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ আর ২২ জন মহিলা, ৩৩ জনই পৌরসভার বাসিন্দা বাকিরা পৌরসভার বাইরের।

নমুনা সংগ্রহকারি দলে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ, এমওডিসি ডাঃ ইফাজ সামিহ, এমটিইপিআই তপনজ্যোতি ভট্টাচার্য, ল্যাব টেকনিশিয়ান সুজন আহির, ওয়ার্ড বয় আকিভ আলী, এ্যাম্বুলেন্স চালক আনোয়ার হোসেন।

Back to top button