বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে দিনভর টানা বৃষ্টি,পেটে টান পড়েছে শ্রমজীবীদের!

নিজস্ব প্রতিবেদক- বাজারে করোনা আতংক সাথে নতুন করে ক’দিন থেকে যুক্ত হয়েছে মুশলধারার বৃষ্টি। শনিবার সকাল থেকে মুশলধারার বৃষ্টিতে কর্ম ব্যাস্ত শ্রমজীবী দিনমজুরদের পেটে টান পড়েছে। দিনের সিংহভাগ সময় বিরতিহীন বৃষ্টিতে ঘর বন্ধি ছিলো স্থানীয়রা।
পৌর শহর ঘুরে দেখা যায় গত দিনের তুলনায় লোকসমাগম নেই বাজারের প্রধান মোড় গুলোতে। তবে বৃষ্টি উপেক্ষা করে অনেক রিকশা চালককে পেটের দায়ে যাত্রী ছাড়া রিকশা নিয়ে ঘুরতে দেখা যায়।
রিকশা চালক ছামছ উদ্দিন বলেন, বৃষ্টির দিনে বড়লোকরা ঘরে বসে থেকে পরিবারের সাথে আনন্দ করলেও আমাদের কপালে সেই সুখ নেই। মালিককে ২০০ টাকা বুঝিয়ে দিতে রিকশা নিয়ে প্রতিদিন বের হোন। দিনভর এমন বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
আবহাওয়া অধিদপ্তর বলছে আরো তিন দিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।