বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা আক্রান্তদের পরিচয় গোপন; সংস্পর্শে থাকারা অসহায়,বাড়ছে ঝুঁকি!

মহসিন রনি ঃ বিয়ানীবাজারে গত দুই দিন থেকে করোনা আক্রান্তদের পরিচয় গোপন নিয়ে নানা নাটকীয়তা শুরু হয়েছে। আক্রান্তদের গ্রাম উল্লেখ্য করা হলেও তাদের নাম এবং ব্যাক্তিগত পরিচয় গোপন রাখছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গা ক্ষোভ প্রকাশ করেছেন বিয়ানীবাজারের সচেতন মহলের নাগরিকরা।

জানা যায় করোনা আক্রান্তদের পরিচয় গোপন করার ফলে আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে থাকারা সঠিক তথ্য পাচ্ছে না। ফলে প্রতিনিয়ত বিয়ানীবাজার ঝুঁকির সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

গতকাল বুধবার রাতে বিয়ানীবাজারে করোনা আক্রান্তদের সংবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সোর অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করা হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। এতে করে ক্ষুব্ধ হয়ে কমেন্ট বক্সে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর অভিমান প্রকাশ করেন।

বিয়ানীবাজার পৌর শহরের এক ব্যাবসায়ী বিয়ানীবাজার টাইমসকে বলেন,আমরা প্রতিদিন নানা মানুষের সংস্পর্শে থাকি এদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হতে পারেন ফলে পরিচয় গোপন রাখায় আমরা কিন্তু ঝুঁকিতে রয়েছি। শুধু আমাদের কথা নয় আমাদের পরিবারের কথা কিন্তু চিন্তা করতে হয়। তিনি দ্রুত এ সমস্যার সমাধান চান প্রশাসনের কাছে।

এ বিষয়ে বিয়ানীবাজার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান জানান, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী করোনা আক্রান্তদের পরিচয় গোপন রাখা হয়েছে। এখন থেকে যে রিপোর্ট আসবে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এদের নাম গোপন রাখা হবে। কবে করোনা আক্রান্তদের নাম প্রকাশ করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা আলোচনায় আছি খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

এদিকে করোনা আক্রান্তদের পরিচয় গোপন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়। সাধারণ মানুষের চাওয়া দ্রুত সমাধান হোক এ সমস্যার।

Back to top button