বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আইন সহায়তা ফাউন্ডেশনের ফ্রি মেডিসিন ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আঈন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের ব্যবস্থাপনায় ও হ্যানিমেন হোমিওপ্যাথি সোসাইটি এর সহযোগীতায় বিয়ানীবাজারে করোনাভাইরাস প্রতিরোধক ঔষধ ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

গত ৬ই জুলাই, সোমবার দুপুরে আসফের বিয়ানীবাজার জনতা মার্কেট কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার বিভাগের মানবিক কর্মসূচীর আওতায় প্রায় শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে এসব বিতরণ করা হয়।
বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি কাওসার আহমদ সুমনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন আসফ এর বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি মাকতুম খান অনি, সহ-সভাপতি তানভীর আহমেদ অপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম সায়েক, এম.এ. জয়নাল চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাকিরুল আলম ফাহিম, আব্দুল মাজেদ দিপু, সাদেক হোসেইন, সৈয়দ খালেদ আহমদ, সাইদুর মাহমুদ, সাব্বির, সাজু, সাঈদ প্রমুখ।

Back to top button