বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে পানিতে ডুবে ১৭ মাস বয়সী শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়ুয়া গ্রামে এ শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশু রাবিব হোসেন (১৭ মাস) ঘড়ুয়া গ্রামের রুহেল আহমদের দ্বিতীয় পুত্র।
নিহত শিশুর চাচাত ভাই মাছুম আহমদ বিয়ানীবাজার টাইমসকে জানান, শনিবার বিকাল ৫ঘটিকার সময় শিশুর মা কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি বাড়ির আঙ্গিনায় থাকা পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্তানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।