বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলা, থানায় জিডি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে রাতের আধারে এক ব্যবসায়ীর উপর অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হওয়া লামা পাতন এলাকার মৃত আবুল বশরের পুত্র আব্দুল জলিল (৪৫)। হামলার ঘটনার একই দিন বিয়ানীবাজার থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেছেন তিনি।
হামলার শিকার হওয়া আব্দুল জলিল জানান, তিনি গোডাউন বাজার থেকে তার নিজ বাড়িতে আসার পথে আনুমানিক রাত ৯টায় লামা পাতন লাখাইটুক এলাকায় আসলে অজ্ঞাত ৫-৬জন মানুষ তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এসময় তার মোটরসাইকেলেও হামলা করে অজ্ঞাত দুর্বৃত্তরা, পরে কোনোরকমে তিনি এলাকা থেকে পালিয়ে এসে পাশে থাকা এক চাচার বাড়িতে আশ্রয় নেন।
তিনি আরো জানান, তার জানামতো কারো সাথে ব্যাক্তিগত দ্বন্ধ নেই, তবুও হামলার ঘটনায় অনেকটা ভীত হয়ে বিয়ানীবাজার থানায় সাধারন ডায়রী (০৩/০৭, ১২১) দায়ের করেন।