বিয়ানীবাজার সংবাদ

যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসকের তালিকায় বিয়ানীবাজারের বধু, বিলবোর্ডে ছবি টানিয়ে সম্মান

প্রবাস ডেস্কঃ যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক (জিপি অব দ্য ইয়ার) মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফারজানা হুসেইন। এজন্য তার প্রতি সম্মান জানাতে ছবি টানানো হয়েছে পিকাডেলী বিলবোর্ডে। যুক্তরাজ্যে প্রতিবছর ‘জেনারেল প্র্যাকটিসের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বের অন্যতম ভার্চৃয়াল সার্জন এবং ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সফি আহমেদের স্ত্রী।

জানা যায়, পূর্ব লন্ডনের নিউহ্যামে বসবাসকারী ফারজানা হুসেইন গত ১৮ বছর ধরে স্থানীয় পর্যায়ে এই খেতাব পেয়ে আসছিলেন। এবার তিনি জাতীয় পর্যায়ে জিপি মনোনীত হলেন।

ফারজানা হুসেইন গত ৩ বছরে তিনি নিউহ্যামের স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন। সেইসঙ্গে নিউহ্যামের ‘জেনাারেল প্র্যাকটিস ফেডারেশন এর বোর্ড ডিরেক্টর।

এছাড়া ফারজানা হুসেইন যুক্তরাজ্যের এনএপিসির কাউন্সিল সদস্য। এবং সম্প্রতি তিনি প্রাথমিক কেয়ার নেটওয়ার্কের জন্য একজন ক্লিনিকাল পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন।

এদিকে ফারজানা হুসেইনের এমন সাফল্যে দেশ ও প্রবাসে বাংলাদেশিসহ স্থানীয় পরিচিতজনরা সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন।ফারজানা নিজেও টুইটারে সেসব কমেন্টের উত্তর দিচ্ছেন।

 

Back to top button