বড়লেখা

বড়লেখায় দুইজনের করোনা শনাক্ত,মোট ৫৭

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যাংক কর্মকর্তা সহ আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) পাওয়া প্রতিবেদনে তাদের করোনা পজিটিভ আসে।

হাসপাতাল সুত্রে জানা যায়, করোনা সন্দেহে গত ২৩ জুন ঢাকায় পাঠানো নমুনা পরিক্ষায় পৌরসভার হাটবন্দ এলাকার ১ জনের করোনা ‘পজিটিভ’ আসে। এছাড়াও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান এলাকার বাসিন্দা ও বিয়ানীবাজার ব্যাংক এশিয়ার এক কর্মকর্তার (৩৫) করোনা পজিটিভ এসেছে। তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে । বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার দুপুরে বলেন, বড়লেখায় নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জনে।নতুন শনাক্তদের বাসা/বাড়ি লকডাউন করা হয়েছে।’

Back to top button