বিয়ানীবাজারে নতুন করে আক্রান্ত আরো ৪জন রোগী, মোট আক্রান্ত ১০২
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে নতুন করে আরও ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৪জন নিয়ে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন এবং মারা গেছেন ৫জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সিলেটের দুটি ল্যাবের করোনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে বিয়ানীবাজারের ১১টি পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নতুন আক্রান্ত ৪জন, পুরাতন ৫জন ও বড়লেখার ২জন রয়েছেন।
বিয়ানীবাজারের নতুন আক্রান্তরা হচ্ছেন মাথিউরার রেদোয়ান আহমেদ খান (২৬), কসবা বাঘেরটিলার কামাল হোসেন (৪৭) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারের লিটন বিশ্বাস (২০) এবং চারখাইয়ের ব্রাক কর্মী রেজাউল করীম।
বড়লেখা উপজেলার নতুন আক্রান্ত দুজন রোগী হচ্ছেন- গল্লাসাঙ্গন গ্রামের নজরুল হক (৬৫) ও নিপা বেগম (৬৫)।
এছাড়া পুরাতন ৫ রোগী দ্বিতীয় নমুনায় আবারও পজিটিভ শনাক্ত হয়েছেন। তারা হচ্ছেন খাসার আলেয়া বেগম (৬০) ও জবরুল আলম (৪৫), ইউএনও অফিসের আফজল হোসেন (২১) ও রিনা বেগম (৩৬), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী সঞ্জয় বিশ্বাস (৩৬)।