বিয়ানীবাজার সংবাদ

ব্রেকিং- বিয়ানীবাজারে আরো ৮জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৮

বিয়ানীবাজার টাইমসঃ ঢাকা থেকে পাওয়া রিপোর্টে আজ মঙ্গলবার বিয়ানীবাজারের আরো ৮জনের মধ্যে করোনা শনাক্তের খবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এনিয়ে বিয়ানীবাজারে করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯৮তে। পজিটিভ হওয়া রিপোর্টগুলোর নমুনা গত ১৩ এবং ১৫ জুন সংগ্রহ করা হয়েছিলো।

নতুন করে সনাক্ত হওয়া রোগীদের মধ্যে মাথিউরা পূর্বপার এলাকার আব্দুর রহমান (২৭), পৌর এলাকার কসবা চালিকোনার নাইম আহমদ(৪৮), একই এলাকার ময়নুল ইসলাম (২২), কসবা গ্রামের মোঃ নূর উদ্দিন (৩৩),
উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস, পৌর এলাকার খাসা গ্রামের রুবিনা ইয়াসমিন(৪০), আলীনগর ইউনিয়নের নাজমিন বেগম(৪০), তিলপাড়া ইউনিয়নের দাসউরা এলাকার জুবের আহমেদ (৪২)।

Back to top button