করোনার ভয়াল থাবাঃ বিয়ানীবাজারে আজও দুই জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজার টাইমস ডেস্ক- বিয়ানীবাজারে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে প্রবাসী অধূষিত এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১জন এবং মারা গেছেন ৪জন।
নতুন আক্রান্তরা হলেন- উপজেলার চারখাইয়ের নাজমা বেগম (৫০) ও লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামের শ্যামল রায় (৬৫)।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, নতুন দুই রোগীর মধ্যে নাজমা বেগম সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটাল এবং অন্যজন শ্যামল রায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়ের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় দুই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে ওসমানী ল্যাবে প্রেরণ করে এবং রোববার রাতে তাদের পজেটিভ রিপোর্ট আসে।