পেটের দায়ে স্বাস্থ্যবিধি না মেনে ফুটপাতে হকাররা, বাড়ছে ঝুঁকি!
মহসিন রনি ঃ ভোরে ঘুম থেকে উঠেই পরিবার পরিজনের পেটে দু মুঠো ভাত তুলে দেয়ার জন্য বাজারে ভ্যান নিয়ে ছুটে আসেন হাকররা। সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় তাদের কাছে ফল ভীড় জমান কয়েকশো মানুষ। লকডাউন শেষে পেটের টানে বাজারে ছুটে এসেছেন তারা,তবে করোনা ভাইরাস কি? কি তার ভয়াবহতা সেই সম্পর্কে প্রাথমিক ধারণা নেই তাদের।
প্রতিদিনই কয়েকশো মানুষের সংস্পর্শে থেকেই ব্যাবসা করেন তারা। এদের মধ্যে নেই কারো মাস্ক ও হ্যান্ড গ্লাবস ফলে দিন দিন করোনায় ঝুঁকি বাড়াচ্ছেন তারা। কেউ কেউ কাপড়ের মাস্ক সাপ্তাহের উপর ব্যাবহার করছেন ফলে ক্রমশই বাড়ছে সংক্রমণের প্রবনতা।
পরিবারের পেটে খাবার যেভাবে তুলে দেয়ার জন্য ঝুঁকি নিচ্ছেন। সেভাবে মাস্ক হ্যান্ড গ্লাবস ছাড়া সামাজিক দুরত্ব না মেনে নিজেও নিজের পরিবারকে ঠেলে দিচ্ছেন করোনার দিকে।
হকারদের সাথে আলাপ কালে তারা জানায়, প্রতিদিন কয়েকশ মানুষ তাদের কাছে পণ্য ক্রয় করতে আসেন ফলে সামাজিক দুরত্ব অনেক সময় চাইলে ও মেনে চলা যায় না। মাস্ক ও হ্যান্ড গ্লাবসের বিষয়ে জানতে চাইলে নানা অজুহাত দেখান তারা।
থানা পুলিশ অভিযান চালালেও সচেতনতা সৃষ্টি হচ্ছেনা যার ফলে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিতে পারে এমনটা মনে করছে সচেতন মহল। তবে করোনাকে সাথে নিয়ে জীবিকা নির্বাহ করতে হলে সামাজিক দুরত্ব থেকে শুরু করে মাস্ক হ্যান্ডগ্লাবস ব্যাবহারে গুরুত্ব দিতে হবে।