বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে আরেকজন করোনা রোগী শনাক্ত, আক্রান্ত দাড়ালো ৫৭
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় আজ বুধবার আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ জন। তবে তিনি সিলেটে নমুনা দিয়ে পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।
নতুন আক্রান্ত ব্যক্তির নাম ডালিম আহমদ (৩৮)। তার বাড়ি উপজেলার চারখাই ইউনিয়নের নোয়াখানী গ্রামে। তিনি সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে নমুনা দিয়ে পজেটিভ শনাক্ত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।