বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ান তরুনের মৃত্য
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৈদ্যুতিক মিস্ত্রি তরুনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পৌরশহরের খাসাড়িপাড়ায় বিকালে বৈদ্যুতিক কাজের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহত তরুনের স্বজনরা।
নিহত ত্রুনের নাম ঝুমন আহমদ (২২)। সে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই (হিজলরটুক) গ্রামের লুকুছ আহমদের পুত্র।
বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এএসআই কুলসুমা আক্তার তরুনের নিহতের খবর নিশ্চিত করে বিয়ানীবাজার টাইমসকে জানান, নিহত তরুনের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় রাখা হয়েছে।