বড়লেখা

বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

বড়লেখা- মৌলভীবাজারের বড়লেখা থেকে ৭৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৫৫ মিনিটে বড়লেখা থানাধীন বড়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. আমিনুল ইসলাম (৩৪) মৌলভীবাজারের বড়লেখার বড়াইল গ্রামের প্রয়াত মোছাদ্দর আলীর ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

Back to top button