বিয়ানীবাজারে বৃষ্টিতেও সামাজিক দুরত্ব মানতে নারাজ মানুষ!
মহসিন রনি- সারাদিন রোদের চোখ রাঙানো শেষে বিকেলে স্বস্তির বৃষ্টিতে জনজীবনে সাময়িক প্রশান্তি আসে। তবে ভার্চুয়াল জগতের করোনা আতংক বাস্তব জীবনে কতটা প্রাধান্য পায় সেই প্রশ্নটা থেকে যায়। এমনি একটি উপজেলা প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার করোনায় আক্রান্তের সংখ্যা যেখানে অর্ধশত অতিক্রম করেছে সেখানে এখনো দিব্যি বাজারে অসচেতন ভাবে হেসে খেলেই জীবিকা নির্বাহ করছেন ৬০ শতাংশ মানুষ।
আকাশ থেকে বিকেলে বৃষ্টির হানা এক ছাদের নিচে একাধিক মানুষ আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে নেই করোনা ছড়ানোর ভয়, দেখে মনে হবে আজ থেকে টিক ৬ মাস আগের চিত্র। মাস্ক ছাড়া ঘুরতে দেখা যায় একাধিক শ্রমজীবীদের এদের অনেকেই মাস্ক পকেটে রেখেই চলাচল করছেন৷ স্বাস্থ্য বিধির তোয়াক্কা করেননা তারা।
কয়েকজন পথচারীদের সাথে আলাপ কালে মাস্ক ব্যাবহার না করার বিষয়ে জানতে চাইলে নানা অজুহাত দেখিয়ে বসেন তারা।
গতকাল রাতে নতুন ৬ পজেটিভে বিয়ানীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ অতিক্রম করার পরও বিন্দু মাত্র সচেতনতা সৃষ্টি হয়নি স্থানীয় মানুষের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন এখন কেউ আর সচেতন করতে আসবে না নিজে থেকেই সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাকে নিয়ে বাস করতে হবে।