ব্রেকিং- বিয়ানীবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার পুত্রসহ ৬জন করোনা রোগী শনাক্ত
বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেড় বছর বয়সী ছেলেসহ ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, নতুন পজেটিভ শনাক্ত হওয়াদের নমুনা সংগ্রহ করে গত ১৭ জুন সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় এবং আজ সোমবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তরা হচ্ছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুবের দেড় বছর বয়সী শিশু পুত্র আরাব, ইউএনও’র বাসার কর্মচারী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও রিনা বেগম (৩৫), বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী সঞ্জয় বিশ্বাস (৩৬), পৌরশহরতলী ফতেহপুরের আলী হোসেন (২৭) ও আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামের জয়নাল আবেদীন (৪৩)