বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহে আরো ৪০ জনের নমুনা প্রেরন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহে আরো ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটের ল্যাবে প্রেরন করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের করোনা পরিস্থিতির জন্য তৈরি হওয়া বিশেষ টিম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, নমুনা সংগ্রহ করাদের মধ্যে ২৩ জন পুরুষ আর ১৭ জন মহিলা ও শিশু। এদের ১৯ জন পৌরসভার বাসিন্দা বাকিরা পৌরসভার বাইরের। এদের বয়স ০৭ বছর থেকে ৭০ বছর পর্যন্ত। নমুনা সংগ্রহ করা সবাইকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
আজ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। নমুনা নেয়াদের মধ্যে ১৪ জন সিলেটে অবস্থান করা মোল্লাপুরের একজন পজিটিভ রোগীর সংস্পর্শে আসা, ০৫ জন নাজমা বেগমের সংস্পর্শে আসা, ০১ জন অহিদুল ইসলামের সংস্পর্শে আসা, ০৫ জন বিভিন্ন জেলা থেকে আগত, ১২ জন মৃদু উপসর্গযুক্ত, ০৩ জন হচ্ছেন অহিদুল ইসলাম,খালেদা বেগম, নাজমা বেগম(২য় স্যাম্পল)।
নমুনা সংগ্রহকারি দলে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদের নের্তৃত্বে উপস্থিত ছিলেন, ডাঃ ইফাজ সামিহ, তপনজ্যোতি ভট্টাচার্য, সুজন আহির, মূসা, আকিভ আলী, আনোয়ার হোসেন।