বড়লেখায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,বড়লেখা:: বড়লেখায় ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টাকারী বখাটে জাবেদ আহমদকে (১৭) শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। রোববার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। জাবেদ উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৮ নং কাশেমনগর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের অনুপস্থিতিতে বখাটে জাবেদ আহমদ শনিবার সকালে প্রতিবেশী ৩ বছরের শিশুকন্যাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকাকে স্বজনরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আহত শিশুকে বাবা-মা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিত শিশুর বাবা রাতে বখাটে জাবেদ আহমদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। রাতেই এসআই কৃষ্ণমোহন দেবনাথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় গ্রেফতার আসামী জাবেদ আহমদকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।