বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের গাছের আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। গত পহেলা জুন উপজেলার আলীনগর ইউনিয়নের খাসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আকদ্দস আলী (৫৫), তিনি ঐ এলাকার মৃত কাছিম আলীর পুত্র।

পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে মারজান (২৩) নামের এক যুবককে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, গত ১লা জুন তামজিদ (১৫) নামের এক প্রতিবেশীকে আম পাড়তে নিষেধ করেন নিহত আকদ্দস আলী। এর জের ধরে কিছুক্ষণ পরই দলবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাহের, তামজিদ, মারজান, মাসুকসহ ১০-১২জন লোক আকদ্দস আলীর বসতঘরে এসে হামলা চালান। এ সময় হামলাকারীরা ঘরে থাকা আকদ্দস আলীকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। সেখানে তাকে বেদড়ক মারধর করে তারা। একপর্যায়ে মূমূর্ষ অবস্থায় আকদ্দস আলীকে নিয়ে ঘরে আসলে পুণরায় তারা বসতঘরে ঢুকে তার উপর হামলা করে। হামলার পর থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার রাতে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মারজান নামের ওই যুবককে তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে এবং বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। তিনি আরো নিহতের পরিবারের দায়ের করা আগের মামলাই এখন হত্যা মামলা হিসেবে তদন্ত করবে পুলিশ।

Back to top button