গোলাপগঞ্জে ব্যাংকারসহ নতুন ৫ জনের করোনা শনাক্ত
নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে ব্যাংকারসহ নতুন ৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ফুলবাড়ী ইউনিয়নের ১জন, পৌর এলাকার ১ জন, বাঘা ইউনিয়নের ১ জন ও ব্যাংক কর্মকর্তা ২ জন।
বিষয়টি রোববার (২১জুন) দুপুর সাড়ে ১২ টায় নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি বলেন, আক্রান্তের মধ্যে পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের একজন যুবক (২১)। বাঘা ইউনিয়নের গোলাপনগর গ্রামের একজন বৃদ্ধ পুরুষ (৮২)। ফুলবাড়ী ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের একজন নারী (৩০)।
অপরদিকে গোলাপগঞ্জ পূবালী ব্যাংকের একজন পুরুষ কর্মকর্তা (৩৪) ও ঢাকাদক্ষিণ স্যোসাল ইসলামী ব্যাংকের একজন পুরুষ কর্মকর্তা (২৮)। তবে তারা কোথায় থাকেন সেটা এখনো জানা যায়নি।
তিনি বলেন, আজ ঢাকা থেকে গত ৮ ও ৯ জুন যারা নমুনা জমা দিয়েছিলেন তাদের মধ্যে এই ৫ জনের পজিটিভ আসে।
আক্রান্তদের বাড়ি লকডাউনসহ তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ৫ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৫ জনে। মোট সুস্থ হয়েছেন ৪২ জন ও মারা গেছেন ৩ জন।