বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইয়াবাসহ বড়লেখার দু’জন আটক

বিয়ানীবাজার টাইমস ডেস্ক- সিলেটের বিয়ানীবাজারে জেলা পুলিশের মাদকবিরোধী সেলের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার রাত ৯ টায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী সেলের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার পারিয়াবহর গ্রাম থেকে ১০০০ পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান ও আজাদ হোসেন নামে দুজনকে আটক করে।

আটক সিদ্দিকুর রহমান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে ও আজাদ হোসেন একই উপজেলার পাবিজুরি পার গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এ ঘটনায় মাদকবিরোধী সেলের এসআই মোহাম্মদ কামরুল আলম-এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের মিডিয়া প্রতিনিধি মো. লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, বর্তমান করোনা পরিস্থিতিতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কেউ সমাজে মাদক ছড়িয়ে দিতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Back to top button