বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। উপজেলার মাথিউরা পশ্চিমপার এলাকা থেকে শনিবার সকালে পুলিশ গলায় ফাঁস দেয়া অবস্থায় বৃদ্ধ রাইব উদ্দীন (৬০) এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ মাথিউরা পশ্চিমপার গ্রামের মৃত কুটু মিয়ার পুত্র। ধারনা করা হচ্ছে তিনি আত্নহত্যা করেছেন।

তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের পিতা।

স্থানীয়রা জানান, স্বজনরা সকালে বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন দিয়ে লাশ মর্গে প্রেরণ করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এ খবরটি নিশ্চিত করেছেন।

Back to top button