বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কামরানসহ কেন্দ্রীয় নেতাদের মাগফেরাত কামনায় আ’লীগের মিলাদ ও দোয়া মাহফিল

বিয়ানীবাজারঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সম্প্রতি করোনাভাইরাসে মৃত্যুবরণকারি দলের কেন্দ্রীয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে দোয়া মাহফিলে দলের নেতাকর্মী শরিক হন।

এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও মোহাম্মদ জাকির হোসেন, ছালেহ আহমদ বাবুল, মাস্টার জালাল উদ্দিন, রুহুল আলম জালাল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, হুমায়ূন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক ছাত্রনেতা জুবের আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মাছুম আহমদ, হোসেন আহমদ, জহিরুল হক রাজু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুবের আহমদ, সাবেক ছাত্রনেতা কে এইচ সুমন ও কাউসার আহমদ, নাজমুল ইসলাম ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নাজিম উদ্দিন, রুমেল আহমদ, আলী হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মুন্না ও জাফর আহমদ প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুর রহিম।

Back to top button