বড়লেখা

রক্তপাতহীন এক লড়াইয়ে ক্লান্তিহীন যোদ্ধা বড়লেখার পিআইও উবায়েদ উল্লাহ খান

আশফাক জুনেদ,বড়লেখা:মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও উবায়েদুল্লাহ খাঁন কর্তব্যনিষ্ঠ, নিষ্ঠাবান, কর্মতৎপর একজন অফিসার। উপজেলায় যোগদানের পর থেকে এখন পর্যন্ত বড়লেখা উপজেলাময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। ইতিমধ্যে বড়লেখা উপজেলার অন্যান্য কর্মকর্তাদের পছন্দের পাত্রতে পরিণত হয়েছেন পিআইও উবায়েদ উল্লাহ খান।

জানা যায়,বর্তমান বৈশ্বিক করোণা মহামারির এই সময়ে বড়লেখা উপজেলায় ত্রাণ তৎপরতা কার্যক্রম মনিটরিং করে চলেছেন পিআইও উবায়েদ উল্লাহ খান। একনিষ্ঠভাবে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহিত দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। মাঠের কৃষক, চা শ্রমিক থেকে শুরু করে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীর বাসায় পর্যন্ত খাবার পৌঁছে দিচ্ছেন।করোনা পরিস্থিতিতে যত কর্মকান্ড সবখানেই সচারু ভুমিকা পালন করতে দেখা গেছে তাঁকে।যেনো রক্তপাতহীন এক লড়াইয়ে ক্লান্তিহীন যোদ্ধা।

এছাড়া বড়লেখা উপজেলার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গরীব অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে দিবা-রাত্রি খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন ডায়নামিক এই কর্মকর্তা।

ইতিমধ্যে বড়লেখা উপজেলার সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতা প্রতিনিধিদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তিনি। অর্পিত দায়িত্বের পাশাপাশি নিজ উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা নিবার্হী কর্মকর্তার পাশাপাশি অন্যান্য কর্মকর্তাদের সাথেও রাখছেন মুখ্য ভূমিকা। বড়লেখা উপজেলার সকলের সাথে এই কর্মকর্তার রয়েছে গভীর ও আন্তরিক সম্পর্ক। ভবিষ্যতে এই কর্মকর্তা তার কর্মজীবনে বড়লেখা উপজেলায় তার উপর অর্পিত দায়িত্ব পালনে আরো সুচারু হবেন এমনটাই আশা করে সাধারণ জনগণ ও সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান বলেন,বর্তমান পরিস্থিতিতে মাঠে অভিযান পরিচালনা করতে চরম ঝুঁকি রয়েছে। মৃত্যুর ছায়া যেন চারপাশে। অদৃশ্য ভাইরাস শরীরে নিয়ে ঘরে ফিরি কিনা কে জানে। ইতোমধ্যে মাঠ প্রশাসন ক্যাডারের অনেকেই করোনায় আক্রান্ত। তবুও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দায়িত্ব ও দেশপ্রেম থেকেই প্রায় প্রতিদিনই অভিযানে যাচ্ছি, মাঠে থাকছি।’জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি।

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই অভিযানে যাচ্ছেন কেন, এমন প্রশ্নের জবাবে বিয়ানীবাজার টাইমসকে
তিনি বলেন, শুধু ঝুঁকি না মৃত্যুঝুঁকি রয়েছে এই সময়ে। তবুও তো মানুষকে সচেতন করতে হবে। আমরা ছাড়া কে সচেতন করবে সাধারণ মানুষকে। সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে না দিলে তো সংক্রমণ আরো বেড়ে যাবে। মাঠে আছি, থাকব। বাকিটা সৃষ্টিকর্তা ভরসা।

Back to top button