বিয়ানীবাজার সংবাদ
সিলেটে বিয়ানীবাজারের আরেকজনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক- সিলেটে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের মাসুমুজ্জামান নামের আরেকজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তবে তিনি সিলেটে বসবাস করেন এবং সিলেট ওসমানী মেডিকেলে নমুনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জন) রাত ১১ টায় তার রিপোর্ট পজেটিভ আসে এমনটা নিশ্চিত করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদ জানান, বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর এলাকার মাসুমুজ্জামান সিলেট বসবাস করেন। তিনি তার নমুনা সিলেট ওসমানীতে দিয়েছেন ফলাফলে তার রিপোর্ট পজিটিভ আসে।
মাসুমজ্জামান সিলেটে বসবাস করায় তিনি বিয়ানীবাজার করোনা সনাক্তদের তালিকায় থাকছেন না। ফলে বিয়ানীবাজারে করোনার রোগী সংখ্যা ৪৫ জন আগের সংখ্যাই রয়েছে।