সুখবর, বিয়ানীবাজারে করোনাকে জয় করলেন আরো ৫জন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনাক্রান্ত আরো ৫ জনের ফলাফলের নমুনা দ্বিতীয়বারের মতো নেগেটিভ আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তাদেরকে করোনা মুক্ত বলে ঘোষনা দিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স।
করোনামুক্ত ৫ জন হলেন, উপজেলার মোল্লাপুরের রহিমা বেগম, পৌর এলাকার খাসারিপাড়া গ্রামের আলী আহমদ কুনু মিয়া ও জাকিয়া সুলতানা, পৌর এলাকার ফতেহপুরের রেদোয়ান আহমেদ এবং পৌর এলাকার কসবা গ্রামের আরিফ উদ্দিন আহমদ।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদ জানান, ৫জনের নমুনার রিপোর্ট দ্বিতীয়বারের মতো নেগেটিভ আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তাদেরকে করোনা মুক্তির ঘোষনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিয়ানীবাজারে করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১১জন, মারা গিয়েছেন ০২ জন, অন্যান্য উপজেলায় চিকিৎসাধীন ০৩ জন, পলাতক রয়েছেন ০১জন, বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ০১জন।